• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:০৭ (17-Jan-2026)
  • - ৩৩° সে:
মানিকগঞ্জে ভাসমান দুঃস্থদের মাঝে মধ্যরাতে কম্বল বিতরণ

মানিকগঞ্জে ভাসমান দুঃস্থদের মাঝে মধ্যরাতে কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শীতার্ত ভাসমান দুঃস্থদের মাঝে মধ্যরাতে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ। ডেবোনায়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও বাস টার্মিনাল এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করা ভাসমান মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।আয়োজকরা জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে রাত যাপন করেন এবং দিন দিন এই সংখ্যা বাড়ছে। গত ১৬ বছর ধরে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ বাসস্থানহীন ও দুঃস্থদের জন্য নিয়মিতভাবে এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নেহায়েত হাসান সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহ্ জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী বিপু রহমান, শিশির কুমার, জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সমাজসেবী সেফালী আক্তার, মাজেদুল ইসলাম ও কাজী প্রাচুর্য রহমান।এছাড়া শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী হালিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রবি, দপ্তর সম্পাদক জিসানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার এমন উদ্যোগ অব্যাহত থাকবে।