সাভারে পৌরসভার উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
সাভার প্রতিনিধি : চলমান শৈত্য প্রবাহে কষ্ট পাওয়া দরিদ্র, ছিন্নমূল, অসহায় ও নিন্ম-আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাভার পৌরসভা।২ জানুয়ারি শুক্রবার বিকেলে সাভার পৌরসভা প্রাঙ্গণে শীত কম্বল বিতরণ করা হয়। সাভার পৌর এলাকার নয়টি ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এক হাজার শীত কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণ অনুষ্ঠানে সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ শীত কম্বল তাদের হাতে তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন ডা. আয়েশা সিদ্দিকা, সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হিসাব রক্ষক কর্মকর্তা শামসুদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।কম্বল বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্ধের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীত কম্বল পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।