• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৬:৪৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৬:৪৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

১০ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫:১২

ইটনায় আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাপড় ও স্বর্ণের দোকানসহ ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

৯ জানুয়ারি মঙ্গলবার মধ্যরাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে কাপড় ব্যবসায়ী দীপক দাসের দোকান ও মালামালসহ পার্শ্ববর্তী একটি স্বর্ণের দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কোন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, শুধুমাত্র দীপক কুমার দাসের কাপড়ের দোকানেই পনেরো-ষোলো লক্ষাধিক টাকার কাপড় সম্পূর্ণ পুড়ে গেছে। পার্শ্ববর্তী জুয়েলারি ব্যবসায়ী প্রীয়তোষ দাসের দোকান এবং রিপন দাসের ইলেকট্রনিকস দোকানের মালামালও সম্পূর্ণ পুড়ে গেছে।

এছাড়া আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থাপনা ও মালামালসহ ৪০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে এসব ব্যবসায়ীরা। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে, পরবর্তীতে ইটনা ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি।

এ ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার ফাইটার আশরাফ আলী জানান, গতরাত আড়াইটার দিকে খবর পেয়ে ইটনা ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা চালায়। 
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ইটনা ফায়ার স্টেশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ