• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫১:৩৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫১:৩৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

শাল্লায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:২৪:৩৮

শাল্লায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে দায়িত্ব পালন করার সময় দৈনিক ইত্তেফাকের শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে শাল্লায় কর্মরত সাংবাদিকরা।

৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক প্রীতম দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, রান্টু লাল দাস, তৌফিকুর রহমান তাহের, কাজী বদরুজ্জামান, নিশিকান্ত দাস, জয়ন্ত সেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ভিডিও ধারণ করার সময় শফিকুল ইসলামের নেতৃত্বে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর করে প্রতিষ্ঠানের পরিচয় পত্র, নির্বাচন কমিশনের দেওয়া পাস কার্ডসহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়।

বক্তরা আরও বলেন, সাংবাদিক সন্দীপনকে বেধড়ক মারপিট করা। পরে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। তাই সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

জানা গেছে, সাংবাদিক সন্দীপন শাল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে তিনি ১২ জনকে আসামি করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০