• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৫:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৫:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনা-৪ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

৮ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৯:১৫

পাবনা-৪ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামানত হারাচ্ছেন ৫ প্রার্থী। তারা হলেন, পাঞ্জাব আলী বিশ্বাস, রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আতাউর হাসান ও মনছুর রহমান।  

উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম জানান, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাতিলের বিধান রয়েছে।

এই নির্বাচনে ঈশ্বরদী ও আটঘোড়িয়া উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬টি। এর আট ভাগের এক ভাগ হলো ২৩ হাজার ৮৬৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান ঘোষিত ফল অনুযায়ী, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট, জাতীয় পার্টির রেজাউল করিম লাঙ্গল প্রতীকে ১ হাজার ৫৩৩ ভোট, জাসদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মশাল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬০ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আতাউর হাসান গামছা প্রতীকে ৮২৬ ভোট ও ন্যাশনাল পিপলস্ পার্টির মনছুর রহমান আম প্রতীকে পেয়েছেন ৭৮৭ ভোট।

মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম পাওয়ায় তাদের জামানত বাতিল হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪