• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:০৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:০৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে হ্যাট্রিক জয় পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

৮ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৪৬:৫২

খাগড়াছড়িতে হ্যাট্রিক জয় পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিপুল ব্যবধানে হ্যাট্রিক জয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

জেলার ১৯৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। ফলে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এছাড়া, নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৯ হাজার ৫২৬ ভোট আর ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৫৫৬ ভোট। এতে প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে এ নির্বাচনে খাগড়াছড়িতে মোট ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ।

জেলার রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি নয় উপজেলা ও তিন পৌরসভায় মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী, ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সংসদীয় আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২০১৪ সালে প্রথমবার ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার পুনর্নির্বাচিত হয়ে তিনি জয়ের হ্যাট্রিক করলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০