• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১৮:৪৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১৮:৪৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৮:২০

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

রাঙামাটি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ কার্যক্রম। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সকাল থেকেই ছিল দেখার মতো।

৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে একযোগে জেলার ৫০টি ইউনিয়নের ২১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। আসনটিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি নারী-পুরুষ নিকটস্থ কেন্দ্রগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল ১০টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার পিডিবি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলে বিকেল ৪টা পর্যন্ত ৪ লক্ষ ৭৪ হাজার ৩৫৪ জন নারী-পুরুষ ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

এদিকে সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর হতে এখন পর্যন্ত রাঙামাটিতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকলেই  তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন।

রাঙামাটির ২১৩টি কেন্দ্রের মধ্যে শহরে ১২০জন এবং উপজেলাগুলোতে ৪০ জন করে সেনাবাহিনীর স্টাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।

এছাড়া র‌্যাব, বিজিবি, পুলিশ সদস্যসহ প্রায় আড়াই হাজার আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন বলেও সংশ্লিষ্ট্য সূত্রে জানা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাবিতে রাতভর সংঘর্ষ
১২ মে ২০২৪ সকাল ০৭:৫৭:৫৯