• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১১:১৪ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১১:১৪ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে ১৩ প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৯:১৩:৫৬

বীরগঞ্জে ১৩ প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করায় ১৩ জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ১০ জন বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক, ১ জন বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক, ১ জন ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও ১ জন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ।

৬ জানুয়ারি শনিবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসার সূত্রে জানা যায়, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল ও বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে নির্বাচন বিধিমালা লঙ্ঘন করেন। যার কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়াও এর আগে বীরগঞ্জ সরকারি কলেজের ১০ প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী। এ নিয়ে মোট ১৩ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। এখানে কোনো দাড়ি, কমা ও সেমিকোলন নেই। আমাদেরকে থাকতে হবে দাড়ির মতো সোজা। কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, লোভ ও লালসার বশীভূত হওয়া যাবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪