• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২০:৫১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২০:৫১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৭:১১

হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে কামরুল হোসেন (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। ৫ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হোসেন উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আলী আকবরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, শুক্রবার রাত ১০টায় একদল ভারতীয় বুনো হাতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ফসলী জমির ক্ষতি সাধন করে। হাতিগুলোকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সেখানে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে মারাত্মক আহত হন কামরুল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোপালপুর ভিট অফিসার মো. ওয়ালিদ বিন মতিন জানায়, বন আইন অনুযায়ী নিহতের পরিবার সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আমরা চেষ্টা করবো দ্রুত তার পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য।

হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হওয়ার বিষয়ে শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ