• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৯:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৯:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে নির্বাচনী অপরাধ দমনে মাঠে আছেন ১১ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪০:৪০

নারায়ণগঞ্জে নির্বাচনী অপরাধ দমনে মাঠে আছেন ১১ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের নির্বাচনী অপরাধে সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনার জন্য নারায়ণগঞ্জে মাঠে থাকবেন প্রথম শ্রেণির ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের পূর্বের, পরের এবং ভোট গ্রহণের দিনসহ মোট ৫ দিন তারা নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকার সকল ওয়ার্ড, উপজেলা এবং থানায় গঠিত এই আদালতসমূহ পরিচালনা করবেন।

৫ জানুয়ারি শুক্রবার সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন এলাকায় তাদের নিজ নিজ আদালত পরিচালনার জন্য যোগদান করেছেন। তারা নির্বাচনী অপরাধসমূহ আমলে নেবেন এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করবেন।

নির্বাচনী অপরাধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যাক্তি বা ভোটারকে ভয়-ভীতি প্রদর্শন বা সহিংস কাজ করা, কোন নির্দিষ্ট ভোটারকে ভোট না দিতে প্ররোচিত করা, একই কেন্দ্রে একাধিক বা একাধিক ভোট কেন্দ্রে ভোট দেয়া, ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কর্তব্য পালনে হস্তক্ষেপ করা, ভোট কেন্দ্র হতে ব্যালট পেপার বের করা, কোন ব্যালট বাক্স বা ব্যালট পেপারের প্যাকেট নষ্ট করা বা নিয়ে যাওয়া, ঘুষ, ছদ্মবেশ ধারণ বা অন্যায় প্রভাব বিস্তার করা।

নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনী এলাকায় যোগদানকৃত ম্যাজিস্ট্রেটগণ হচ্ছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম ও শামসাদ বেগম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান ও মো. নূর মহসিন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন ও কাজী মোহাম্মদ মোহসেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী ও নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান, নারায়ণগঞ্জ-৫ (বন্দর ও নারায়ণগঞ্জ সদর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সরওয়ার, নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার মুক্তা মন্ডল ও বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা সাইফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪