• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৬:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৬:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে সালমান এফ রহমানের শেষ উঠান বৈঠক

৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:৫৪

নবাবগঞ্জে সালমান এফ রহমানের শেষ উঠান বৈঠক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পর করছেন প্রার্থীরা। এর ধারাবাহিকতায় ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ও তার সমর্থকরাও চালাচ্ছেন তাদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

৪ জানুয়ারি বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দ্বাদশ নির্বাচনে নবাবগঞ্জে এটিই সালমান এফ রহমানের শেষ উঠান বৈঠক।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এই আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালমান ফজলুর রহমান।

ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে সালমান এফ রহমান বলেন, গত ৫ বছরে এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করেছি। আবারও আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের পাশে থেকে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো।

তিনি আরও বলেন, দোহার-নবাবগঞ্জে গ্যাস লাইন সংযোগ দেওয়ার চেষ্টা চলছে। দ্রুতই গ্যাস পাবে এখানকার মানুষ। রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্টসহ গ্রামীণ জনপদের উন্নয়ন করেছি। আশা করি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবো।

উঠান বৈঠকে কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের পরিচালক আহমেদ সায়ান এফ রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাংগঠনিক সম্পাদক লাবণ্য ভূঁইয়া, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩