• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০২:৪৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০২:৪৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মরিচের গুঁড়ো দিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের নাটক, ফেঁসে গেলেন বাদি নিজেই

৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৬:০১

মরিচের গুঁড়ো দিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের নাটক, ফেঁসে গেলেন বাদি নিজেই

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ঋণের চাপ কমাতে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন সেই আশেক আলী (৫৪) নিজেই।

 আশোক আলী  উপজেলার দরিকয়ড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও পেশায় একজন গরু ব্যবসায়ী। 

৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গরু ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে থানা থেকে টাকা ছিনতাইয়ের বিষয়টি লিখিতভাবে প্রত্যাহার করে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর তার ব্যবসার নগদ ৩ লাখ ৬০ হাজার টাকাসহ অটোরিকশায় পাটুরিয়া সড়ক হয়ে ইছাইল গ্রামে যাচ্ছিলো। পথে মোটরসাইকেলে আসা তিন জন দুষ্কৃতিকারী যুবক অটোরিকশার গতি রোধ করে কিছু বুঝে ওঠার আগেই চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তার কাছে থাকা টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার ডাক চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এমন ঘটনার বর্ণনা দিয়ে শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী আশেক আলী।

পরে পুলিশ তদন্ত করতে গিয়ে ওই ব্যবসায়ীর কথার সত্যতা নিয়ে সন্দেহ হলে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই বেরিয়ে আসে আসল রহস্য। একপর্যায়ে তিনি ঋণের চাপ থেকে মুক্তি পেতে হতাশায় এমন নাটক সাজিয়েছেন বলে স্বীকার করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, গরু ব্যবসায়ী আশেক আলীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই ওসি তদন্তকে তাৎক্ষণিক তদন্তভার দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ঋণের চাপে পাওনাদারদের হাত থেকে সাময়িক রেহাই পেতেই এমন নাটক সাজিয়েছিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩