• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৫:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৫:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটির সীমান্তবর্তী ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ব্যালট

৪ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৪৬:৫৯

রাঙামাটির সীমান্তবর্তী ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে ব্যালট

রাঙামাটি প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে দূরবর্তী দুর্গম ৬টি ভোট কেন্দ্রে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট পেপার। একই সাথে ভোটের মালামাল ও নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদেরও পৌঁছে দেয়া হচ্ছে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে সাজেক ওবাঘাইছড়ি ইউনিয়নের ১টি ও সাজেক ইউনিয়নের ৫টিসহ দুর্গম ৬টি ভোটকেন্দ্রে মালামাল ওকর্মকর্তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

তিনি আরও বলেন, এরই মধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, মালামাল ও কর্মকর্তাদের পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করাহয়েছে।

জানা গেছে, বাঘাইছড়িতে ৭৬ হাজার ৩৮৩ জন ভোটারের বিপরীতে এবার ভোটের মাঠে লড়ছেন আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি ও সাংস্কৃতিক মুক্তি জোটের ৩ জন প্রার্থী।

আগামী৭ জানুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৯টি ভোটকেন্দ্রের ২১৪ টি ভোট কক্ষে এক যোগে ভোট গ্রহণ চলবে।

সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পুলিশ আনসার ভিডিপিসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ