• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৭:৩৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৭:৩৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আটোয়ারীতে বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

১ জানুয়ারী ২০২৪ রাত ০৯:১৬:১১

আটোয়ারীতে বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মির্জাপুর পাবলিক স্কুলের জমি দখলের প্রতিবাদে ও জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১ জানুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয়টির সামনে আটোয়ারী পঞ্চগড় মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকেরা।

মানববন্ধনে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা উম্মে সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহীন, অভিভাবক শাপলা আক্তার, শিক্ষার্থী ওয়াসিফ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৯ সালে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে মির্জাপুর পাবলিক স্কুল প্রতিষ্ঠা করা হয়। বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালী মির্জা মোশারফ হোসেন, আলিমা বেগম দম্পতি বিদ্যালয়ের জমির ১২ শতক জমি নিজেদের দাবি করেন। পরে গত বছরের ১৭ নভেম্বর বিদ্যালয়ের ছুটির দিনে বেড়া দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে দখল করা জমিতে তারা ইট ও বালি মজুত করেন।

এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে বললেও উল্টো তাদের হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার করে পাঠদানের পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

এবিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, যতটুকু শুনেছি বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ। তবে আমি এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪