• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৫:৩৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৫:৩৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই: মুজিবুল হক

১ জানুয়ারী ২০২৪ সকাল ১১:১৩:৩১

চৌদ্দগ্রামে যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই: মুজিবুল হক

কুমিল্লা প্রতিনিধি: সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক মুজিব এমপি বলেন, 'চৌদ্দগ্রামে যারা সুবিধা বঞ্চিত হয়ে দলের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে তারা আদর্শচ্যুত নেতা। তারা জাতির জনক বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ দলের আদর্শকে অসম্মান করেছে। তারা দলের কাছে বেইমান-মুনাফিক হিসেবে চিহ্নিত হয়ে গেছে। চৌদ্দগ্রামে যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে চৌদ্দগ্রামের ভোটারসহ সাধারণ মানুষ তাদেরকে ঘৃণার সাথে বর্জন করে ব্যালটের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেবে।’

২৯ ডিসেম্বর শুক্রবার বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকা মার্কার প্রার্থী ও সাবেক রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক মুজিব এমপি।

মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মরহুম জননেতা কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু মিয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা আমাকে এবারসহ টানা আটবার নৌকার মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পেয়ে আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। বিগত দিনে এমপি নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের প্রায় প্রতিটি গ্রামে মসজিদ-মক্তব, মন্দির, রাস্তাঘাট, ব্রীজ, পুল-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসার নতুন ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করে উন্নয়ন-অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করেছি। ৭ জানুয়ারির নির্বাচনে আমি আবার সংসদ সদস্য নির্বাচিত হলে চৌদ্দগ্রামের অসমাপ্ত কাজগুলো স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।'

গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন তসলিম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দীন সিআইপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫