• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১১:৩০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১১:৩০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

২৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩২:১৮

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোকাররম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর (৩৩)।

২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাররম হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রামের সজিবুর রহমানের ছেলে ও মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

বামন্দী ফায়ার সার্ভিস স্ট্যাশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইছাহাক আলী বলেন, বামন্দীগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মোকারম হোমেন নামের একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত মোতালেব হোসেন সাগরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মোকাররম হোসেন ও মোতালেব হোসেন সাগর একটি বিক্রয় কোম্পানির প্রতিনিধি। তারা প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে বামন্দী এলাকায় বিভিন্ন দোকানে মালামাল অর্ডার নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল ভাঙ্গাচোরা ছিলো। ভাঙ্গাচোরা সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করলে আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০