• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:১০:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:১০:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শিক্ষার্থীরা

২৯ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:২১:২৩

দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারের বিশ্বিবদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী নিজেদের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দুইটি দুর্গম চরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাঁপানিয়া গ্রামের অর্ধ-শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা কম্বলের সাথে গোলাপ ফুলও উপহার হিসেবে দেন গ্রামবাসীদের।

শিক্ষার্থীরা জানান, ডিসেম্বরের এই তীব্র শীতে নদী ভাঙন কবলিত চরাঞ্চলের অসহায় মানুষদের কথা চিন্তা করেই তাদের এই মানবিক উদ্যোগ। এর ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার দুইটি দুর্গম চরের অসহায় দুঃস্থ শীতার্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উদ্যোক্তাদের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরবাজ (রুমান) বলেন, ‘আমাদের নিজস্ব কোনো সংগঠন নেই, কোনো নাম বা ব্যানারেও আমরা কাজ করি না। আমরা কয়েকজন সমমনা ভাই-বন্ধুরা মিলে দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকি৷ করোনা, বন্যা, শীতসহ দেশের বিভিন্ন দুর্যোগে আমরা দেশ ও দশের কল্যাণে ব্রতী হয়ে মানবিক কাজগুলো করে থাকি।’

এসময় কম্বল বিতরণের কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেছেন রবিউল, আহাদ, আলামিন, আরাফাত নামের কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪