• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫১:৫০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫১:৫০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুর জেলার দুটি আসনে চলছে জোর প্রচার-প্রচারণা

২৫ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:২৫:৩৫

মেহেরপুর জেলার দুটি আসনে চলছে জোর প্রচার-প্রচারণা

মেহেরপুর প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে স্বাধীনতার সুতিগাকার ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলার দুটি আসনে চলছে জোর প্রচার প্রচারণা। কাকডাটা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

এদিকে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব বেলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

ভোটের দিন যতো এগিয়ে আসছে, প্রচারণা ততই বাড়ছে। তবে শহর এলাকায় প্রচারণা তুঙ্গে থাকলেও গ্রামাঞ্চলে ভোটের আমেজ তুলনামূলক কম। দুটি আসনের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকায় ভোটারদের আগ্রহ কম।

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন ও সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান এবং মেহেরপুর ২ আসনে আওয়ামী লীগ মনোনীত আবু সালেহ মো. নাজমুল হক সাগর, সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেনের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা।

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুরের মানুষ উন্নয়নের মধ্যে আছে, শান্তিতে আছে। তাই আবারো নৌকায় ভোট দেবে।

একই আসনে সতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, তিনি প্রচারে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। নৌকার প্রার্থী পুলিশ ও ম্যাজিস্ট্রেট প্রটোকল নিয়ে ঘুরছেন। এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।

মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মো. নাজমুল হক সাগর বলেন, করোনা দুর্যোগের সময় অসচ্ছল অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার ঔষধ পৌঁছে দিয়েছি। প্রান্তিক মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে আমার। এছাড়া দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই মানুষ নৌকায় ভোট দেবে।

অপরদিকে মেহেরপুর-২ আসনের সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেন বলেন, ইতোপূর্বে তিনি উন্নয়ন করেছেন। তাই এবার তাকে জনগণ ভোট দেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ