• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৩:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৩:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো বাগেরহাট, শীতে কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ

২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৬:৫৯

কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো বাগেরহাট, শীতে কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ

বাগেরহাট প্রতিনিধি: কুয়াশার চাদরে ঢেকে গেছে সমগ্র বাগেরহাট জেলা। কয়েক দিন থেকে এ জেলায় বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশাও দেখা যাচ্ছে। কোনো কোনো এলাকায় তো দিনের বেলায় সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। ফলে হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

২৩ ডিসেম্বর শনিবার ভোরে মহাসড়কে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাচ্ছেন সচেতন চালকরা।

কাঠ-খড় দিয়ে আগুন জ্বালিয়ে তার পাশে বসে কোনো রকমে শীত নিবারণ করার চেষ্টা করছেন বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার মানুষ।

খুলনা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এই শীতের তীব্রতা থাকবে আরও বেশ কয়দিন। কারণ, ঘন কুয়াশার কারণে শীত কেবল বাড়তে শুরু করেছে। এটা আরও কয়েকদিন চলমান থাকবে।

এদিকে শীত পড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে পড়ে থাকা ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে। তাদের কাছে শীত নিবারণের মতো তেমন কোনো কাপড়ই নেই।

এই তীব্র শীতেও তাদের জন্য শীতবস্ত্র বিতরণের কোনো খবরও পাওয়া যায়নি। তাই সমাজের বিত্তবান, সমাজসেবক,  বিভিন্ন এনজিও এবং সরকারের পক্ষ থেকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান সচেতন মহল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ