চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব)।৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় পৌর এলাকার চাঁপাইনবাবগঞ্জ ক্লাব চত্বরে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয় হয়।এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের (টাউন ক্লাব) সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া (জাকা), সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।টাউন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।