• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:১১ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:১১ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে নৌকার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

২২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২২:৩০

গাংনীতে নৌকার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গভীর রাতে নৌকার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে ছাই করে দিয়েছে এক দল দুর্বৃত্ত। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

২২ ডিসেম্বর শুক্রবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তিনি ও তার লোকজন কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। ভোরে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পারে সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি শরীফুল ইসলাম।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন সেপু বলেন, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে প্রতিপক্ষ। ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার জবাব দেবে।

এ বিষয়ে গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, কে বা কারা এমন কর্মকাণ্ড করেছে এখনও জানা যায়নি। তবে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। শীঘ্রই অপরাধীদের খুঁজে বের করতে সক্ষম হবে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ