• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৫:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৫:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাজেকে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণার গাড়িতে হামলা, মাইক ছিনতাই

২২ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩৪:২৪

সাজেকে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণার গাড়িতে হামলা, মাইক ছিনতাই

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দু'পাতা ছড়া এলাকায় ২৯৯নং রাঙ্গামাটি আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী দীপংকর তালুকদারের প্রচারের গাড়িতে হামলা চালিয়ে মাইক ভাংচুর, গাড়ির চাবি, স্পিকার, ব্যাটারি ও চালকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত পাহাড়ি দুর্বৃত্তরা।

২১ ডিসেম্বর  বৃহস্পতিবার বিকেল ৪টায় সাজেকের গঙ্গারাম বাজার থেকে প্রচার শেষে উপজেলা সদরে ফেরার পথে দু'পাতা ছড়া এলাকায় প্রচার কাজে নিয়োজিত সিএনজি থামিয়ে ড্রাইভার অলিউল্লা ও প্রচারকারী পৌর ছাত্রলীগের সদস্য আশিকুর রহমানকে মারধর করে মোবাইল ফোন, মাইক, ব্যাটারি এবং স্পিকার ছিনিয়ে নিয়ে যায়।  

সংবাদ পেয়ে সাজেক থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিত্যক্ত সিএনজি ও মারধরের শিকার দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে। পরে স্থানীয় মেম্বার দয়াধন চাকমার মাধ্যমে সিএনজির চাবি উদ্ধার করতে পারলেও প্রচারের মাইক, ব্যাটারি স্পিকার উদ্ধার করতে পারেনি পুলিশ।  

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ে নির্বাচনের মাঠে আঞ্চলিক দলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেয়নি, তবে আরও দুজন স্বতন্ত্র পার্থী রয়েছে। তারাও নিয়মিত প্রচার কাজ চালাচ্ছে। কিন্তু আমাদের দলীয় প্রার্থীর প্রচারণায় এই ধরনের হামলা কেন? কারা কী উদ্দেশ্যে করেছে আমাদের জানা নেই।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান খান বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা সংবাদ পাওয়ার পরপরই মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩