• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৩:১০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৩:১০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এক রাতে কেরানীগঞ্জে তিন বাড়িতে ডাকাতি

২১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১৬:৩২

এক রাতে কেরানীগঞ্জে তিন বাড়িতে ডাকাতি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একই রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওইসব বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে জানা গেছে।

১৯ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোয়ালখালি এবং বাস্তা এলাকায় মো. আউয়াল, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রিয়াজ মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

গোয়ালখালী গ্রামের ভুক্তভোগী মো. আউয়াল জানান, গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র ডাকাত জোরপূর্বক তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে ডাকাতরা তার যুবতী মেয়েকে শ্লীলতা হানির চেষ্টা করলে সে জীবন বাজি রেখে ডাকাতদের হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে ডাকাতরা একই গ্রামের জসীম উদ্দীনের বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়।

অন্যদিকে একই রাতে বোয়ালখালী গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বাস্তার টিলাবাড়ি গ্রামে রিয়াজ মাস্টারের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে একদল ডাকাত। এ সময় ডাকাতরা রিয়াজ মাস্টারের ছোট ভাইয়ের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরে সবাইকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়। পরে ডাকাতরা ঘরের আলমারি কুড়াল ও চাপাতি দিয়ে ভেঙ্গে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডাকাতির বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ নেওয়া হয়েছে। আমরা তদন্ত করে ঘটনাটির দ্রুত আইনগত ব্যবস্থা নিবো।

এদিকে গত ১৭ ডিসেম্বর রোববার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বলসুতা গ্রামে মোহাম্মদ আরব আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটে। ডাকাতরা তার বাড়ির রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙ্গে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

এখন কেরানীগঞ্জে ডাকাত আতঙ্কে এলাকাবাসী রাত্রি যাপন করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত তৎপর হচ্ছে চুরি, ডাকাতি, মাদক কারবারিরা ততই তাদের কৌশল পরিবর্তন করছে। দেখার যেন কেউ নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ