• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০৭:৪৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০৭:৪৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতি সংঘটিত হয়েছে।২৪ এপ্রিল শুক্রবার ভোরে উপজেলার ফতেহপুর  ইউনিয়নে দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।গৃহকর্তা রুবেল জানান, তিনি বাবুর্চির কাজ করেন। রান্না করতে পাশের রামচন্দ্রদীতে চলে যান। এই সুযোগে ভোর রাত ৩টায় তার বাড়িতে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও ২ শিশু সন্তানকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, ২ ভরি রুপা, ২টি মোবাইলসহ অন্যন্যা মালামাল লুটে নেয়। ডাকাতদল ৩টায় ঘরে ঢুকে পৌনে ৪টা দিকে সব কিছু নিয়ে চলে যায়।আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফ উদ্দিন জানান, ঘটনাটি শুনছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।