• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৩:৩৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৩:৩৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ৭৪০ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ আটক ১

১৮ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১৯:৪৮

কুমিল্লায় ৭৪০ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় ১৬ ডিসেম্বর শনিবার অভিযান চালিয়ে ৭৪০ বোতল  ফেন্সিডিলসহ মো. রনি হোসেন (২২) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক মো. রনি হোসেন (২২) কুমিল্লার লাকসাম উপজেলার এলাইচ বাজার এলাকার মুন্তাজ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. রনি হোসেন জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সকলেই বিভিন্ন সাধারণ পেশা তথা- গাডড়ি চালক, হেলপার, মেকানিক, সিকিউরিটি গার্ড ইত্যাদি পেশার সাথে জড়িত এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় পরিচালনা করে আসছিল।

রনি হোসেন একটি গ্যারেজের সিকিউরিটি গার্ড পেশার আড়ালে মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এ চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ ট্রাক, পিকআপ, কার্ভাড ভ্যানসহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরনেরর পণ্যদ্রব্য পরিবহনের আড়ালে কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল।

রনি হোসেন আরও জানায়, এই বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ