নারায়ণগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৯৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে ।১৭ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৩টায় বন্দর থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।আটক আসামিরা হলেন- বন্দর থানার মৃত মেছের আলীর ছেলে মো. আমির (৩৭), কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মো. আজাদের ছেলে মো. আকবর হোসেন (৩১), কুমিল্লা জেলার কোতোয়ালী থানার হোসাইনের ছেলে মো. জিয়ান (১৯), কুমিল্লা জেলার চান্দিনা থানার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার শফিকুল ইসলামের ছেলে হানিফ হোসেন (৩৫)।র্যাব-১১ জানান, গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে জব্দকৃত পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল এনে নিজেদের হেফাজতে রেখেছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।