• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:৪৬ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২১:৪৬ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে নবী হোসন গ্রুপের ২ সদস্যসহ আটক ৩, গ্রেনেড ও অস্ত্র উদ্ধার

১৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:০৪:৩২

টেকনাফে নবী হোসন গ্রুপের ২ সদস্যসহ আটক ৩, গ্রেনেড ও অস্ত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা নবী হোসন গ্রুপের সক্রিয় ২ সদস্যসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে গ্রেনেড, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলো, উখিয়া ৭নং কুতুপালং ক্যাম্পের মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০), ২নং কুতুপালং ক্যাম্পের আমির হোসেনের ছেলে মো. আনোয়ার ও কক্সবাজার সদর উপজেলার আবুল কাশের ছেলে ওমর ফারুক (২০)।

১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার সকালে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকায়  সন্দেহভাজন ৪ জনকে দু’টি নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে দেখে। একটি নৌকা বক্করের জোড়া খালের ভিতরে প্রবেশ করলে টহল দল নৌকায় থাকা ২ জনকে আটক করতে সক্ষম হয়। তবে পিছনে থাকা অপর নৌকাটি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় দুই নলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল, ১টি দা, ২ কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড এমজির গুলি, ১১ রাউন্ড এসএমজির গুলি, ৮টি বন্দুকের কার্তুজ, ১টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৩টি গুলির খালি খোসা ও নগদ ১০০ টাকা উদ্ধার করা হয়।  

অপর দিকে একইদিনে হোয়াইক্যং চেক পোস্টে বিজিবি সদস্যরা একটি বাসে তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ ওমর ফারুককে আটক করে। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আটক আসামি ও জব্দ করা মালামাল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের
১৩ মে ২০২৪ দুপুর ০২:৪৬:১৮