• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৩:০৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৪৩:০৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

২ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৫:১৩

ভোলায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

ভোলা সদর প্রতিনিধি: ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাবুল রানার উপর হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বেশ কয়েকজনকে অভিযুক্ত করে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায়।

দৌলতখান থানায় করা অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে দৌলতখান উপজেলার চরগুমারী স্কুল অ্যান্ড কলেজে অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে বাবুল উক্ত ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যায়। এসময় উক্ত আসামিরা সংবাদ প্রকাশ না করার শর্তে বাবুলকে ভয়ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর বিকেলে দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার সময় মো. নিবিড় ওরফে হাবিবুল্লাহ, ইমন, নাঈম ও মো. তামিমসহ ১৮ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং সাংবাদিক বাবুলের উপর অর্তকিত হামলা চালায়। তাদের হামলায় বাবুল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এসময় তার সঙ্গে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ক্যামেরায় তার গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন দাস বলেন, সাংবাদিক বাবুল রানার উপর হামলার ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। খুব দ্রুত এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ