• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:২২:৫৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:২২:৫৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় হাটে নতুন ধানের সরবরাহ বাড়ায় মণে দাম কমেছে ১০০ টাকা

১ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৬:১১

নওগাঁয় হাটে নতুন ধানের সরবরাহ বাড়ায় মণে দাম কমেছে ১০০ টাকা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। ফলে হাটে নতুন আমন ধানের সরবরাহ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে ধানের দাম কমেছে মণে ৮০-১০০ টাকা পর্যন্ত। আবার পুরনো ধানের দাম মণে ১৫০-২০০ টাকা বেড়েছে। চাষিদের অভিযোগ, হাটে ধানের সরবরাহ বাড়লে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়। এতে কম কামে ধান বিক্রি করতে বাধ্য হয় কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে ৯ লাখ ৭ হাজার ৫২৫ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের।

৩০ নভেম্বর বৃহস্পতিবার ছিল জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি হাট। হাটে নতুন জাতের আমন ধান স্বর্ণা-৫ ও জাত ৪৯ বিক্রি হয়েছে ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৮০ টাকা পর্যন্ত। জাত ৫১ বিক্রি হয়েছে ১ হাজার ৩০ টাকা থেকে ১ হাজার ৪০ টাকা এবং জাত ৯০ বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকা মণ দরে। হাটে নতুন জাতের ধানের সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে মণে কমেছে ৮০-১০০ টাকা পর্যন্ত।

অপরদিকে মৌসুমের শেষ সময় হওয়ায় পুরনো ধানের সরবরাহ কম হওয়ায় সপ্তাহের ব্যবধানে মণে ১৫০-২০০ টাকা বেড়েছে। কাটারি ও জিরাশাইল ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা মণ দরে। এ দিন হাটে প্রায় ২ হাজার ৫০০ মণের মতো ধান বেচা-কেনা হয়েছে। যার মূল্য প্রায় ২৫ লক্ষা টাকা।

উপজেলার বড়মহেষপুর গ্রামের কৃষক মানিক বলেন, ১ হাজার ৭০ টাকা মণ হিসেবে ১১ মণ ধান বিক্রি করলাম। গত এক সপ্তাহ আগে এ ধান মণে ১০০ টাকা বেশি ছিল। হাটে নতুন ধানের সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। শ্রমিকদের মজুরি, আলু ও সরিষার আবাদ করার জন্য ধান বিক্রি করতে বাধ্য হলাম। আর ব্যবসায়ীদের সিন্ডিকেটে ধানের দাম কম-বেশি হয়ে থাকে।

লক্ষ্মিপুর গ্রামের কৃষক অতুল কবিরাজ বলেন, ৪৯ জাতের ১৬ মণ ধান ১ হাজার ৭০ টাকায় বিক্রি করেছি। দাম কম হওয়া কৃষকদের জন্য ক্ষতিকর। এ বছর আমনের আবাদ করতে বিঘাপ্রতি ১২-১৪ হাজার টাকা খরচ হয়েছে। আর ফলন হয়েছে ১৫-১৬ মণ। শ্রমিক খরচ, কীটনাশক ও সারের দাম বৃদ্ধিতে ধান উৎপাদনে খরচ বেড়েছে। ১ হাজার ৩০০ টাকা মণের নিচে ধান বিক্রি হয় তাহলে কৃষকদের লোকসান গুনতে হবে।

ধান ব্যবসায়ী জামান হোসেন বলেন, হাটে নতুন ধানের সরবরাহ বেড়েছে। নতুন ধান কিছুটা ভেজা ও তাছাড়া মরা ধান রয়েছে। এ ধান থেকে চাল উৎপাদন করলে কিছুটা ঘাটতি হবে। এ কারণে ব্যবসায়ীরা কিছুটা কম দামে ধান কিনছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫