• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৪:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৪:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অভিযানের সময় ডিবির দুই সদস্যকে কুপিয়েছে মাদক কারবারিরা

৩০ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৪৪:৫৭

অভিযানের সময় ডিবির দুই সদস্যকে কুপিয়েছে মাদক কারবারিরা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য। মাদক কারবারিরা তাদের কুপিয়ে আহত করেছে।

আহত ডিবি সদস্যরা হলেন ইউসুফ আলী ও বিশ্বজিৎ কুমার। তারা দুজনই কনস্টেবল। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২৯ নভেম্বর বুধবার বিকেল সড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে থেকে ফেনসিডিল ও ডিবি সদস্যদের ওপর হামলায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

চারঘাট পুলিশ জানায়, বিকেলে উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন সদস্যের একটি দল। অন্য একটি দল ইউসুফপুর বাজারে গোপনে অপেক্ষা করছিল।

অভিযানের প্রথম পর্যায়ে ফেনসিডিলসহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক করে ডিবি পুলিশ। তাদের হাতকড়া পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর  ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করেন। তখন রুবেলের দুই ভাই পাভেল ও সাব্বিরসহ তাদের ১০-১২ জন সহযোগী ঘটনাস্থলে ছুটে আসে।

এ সময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ডিবির তিন সদস্যের ওপরে হামলা করে তারা। হাঁসুয়া দিয়ে কোপ দিলে ডিবির কনস্টেবল ইউসুফ ও বিশ্বজিৎ গুরুতর আহত হন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা চিকিৎসাধীন। হামলার ঘটনায় মখলেসুর, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

রুবেল ও তার সহযোগীরা পলাতক। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪