• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:২৯:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:২৯:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

২৮ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৬:০৮

ঈশ্বরদীতে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা একটি মেইল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ১‌১টি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

২৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে ওয়াশফিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর উপজেলা প্রশাসন, পাবনা জেলা পুলিশ, পাকশী রেল পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। ৬নং ডাউন মেইল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ইয়ার্ডের ওয়াশপিটে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য রাত সাড়ে ৭টার দিকে রাখা হয়। ট্রেনটি আবার মঙ্গলবার ভোরে ৯৯ আপ হয়ে ঢাকা যাওয়ার কথা ছিলো।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও স্টেশন কর্তৃপক্ষ জানান, কয়েকজন দুর্বৃত্ত মুখ বাঁধা অবস্থায় ট্রেনের ৬ নম্বর বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্টেশনের নিরাপত্তা টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করলেও পালিয়ে যায় তারা।

রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ কবীর বলেন, আমাদের জনবল কম থাকায় সবদিকে দিয়ে নিরাপত্তা দেয়া খুবই কষ্টসাধ্য হয়ে পরেছে।

পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় মামলা হবে এবং তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ