• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:৪৮ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৭:৪৮ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৮:৩৪

নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপির যদি শুভবুদ্ধির উদয় হয়, ধ্বংসাত্মক কাজ রেখে সংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করে তবে আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে। আমরা তাদেরকে অভিনন্দন জানাবো বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

২৪ নভেম্বর শুক্রবার আখাউড়া খরমপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজারে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিশিষ্ট নাগরিকরা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা শুধু উপদেশই দিচ্ছেন। নির্বাচন পেছানোর তো কোন সুযোগ নেই কারণ এই সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে, কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, ইলেকশন হতেই হবে।

তবে বিএনপি যদি ইলেকশনে আসতে চায় অবশ্যই ইলেকশন কমিশন তাদের সহায়তা করবে বলে আমি শুনেছি। নির্বাচন কমিশন বলেছে বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তারা যদি সময় চায় সিডিউলের জন্য তবে কমিশন অবশ্যই বিবেচনা করবে। এখানে সরকারের কোন ভূমিকা নেই।

ইলেকশন সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের অধীনে হবে। সরকার সেখানে প্রশাসক অলআউট সাপোর্ট দেবে। আপনারা নিশ্চয়ই জানেন এসপি, ডিসি এবং অন্যান্য সব কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অধীনে নয়, সরকারের অধীনে নয় বরং তারা থাকবে ইলেকশন কমিশনের অধীনে।

কাজেই তাদের যার যা বক্তব্য ইলেকশন কমিশনের কাছে বলতে হবে, এখানে সরকারের কোন আপত্তি নেই। কেউ যদি আসতে চায় আমরা সব সময় তাদের অভিনন্দন জানাই। এখনও অভিনন্দন জানাবো তবে ইলেকশনের বিষয়ে তো সিদ্ধান্ত দেয়ার মালিক ইলেকশন কমিশন।

এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মালদার, খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, আখাউড়া থানার ইনচার্জ আসাদুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭