• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১৫:১৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১৫:১৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালপুরে স্বাস্থ্য সেবিকার গলাকাটা মরদেহ উদ্ধার

২৪ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৫৬:২২

লালপুরে স্বাস্থ্য সেবিকার গলাকাটা মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (৩২) নামের এক স্বাস্থ্য সেবিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় মজিবর রহমানের আম বাগান থেকে বিথীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। সে গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবিকা হিসেবে কর্মরত ছিলো।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, শুক্রবার সকালে জমিতে কালাই ডাল কাটতে গিয়ে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে দিনমজুররা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যায়। কিন্তু ডিউটি শেষে রাতে বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মরদেহ শনাক্ত করি। আমার মেয়ের দুটি সন্তান রয়েছে। ২ বছর আগে জামাইয়ের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সিআইডির তদন্ত দল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ