• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:১৩ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:১৩ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুতুবদিয়ায় জন্ম নিবন্ধন সনদ নিয়ে বাণিজ্যের অভিযোগ

২৩ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৫৬:৩৩

কুতুবদিয়ায় জন্ম নিবন্ধন সনদ নিয়ে বাণিজ্যের অভিযোগ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও নাম-বয়স সংশোধনী সনদ প্রদানে নির্ধারিত ফি'র চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ২২ নভেম্বর বুধবার সচিবের এ বাণিজ্যে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুয়ী জন্ম নিবন্ধনের কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব ইমাম মুসলিম সরকারি বেঁধে দেওয়া টাকার জায়গায় নিজেই নতুন নিয়ম করেছেন। সে নিয়মে প্রতি জন্ম সনদ ও জন্ম সনদ সংশোধন বাবদ ১০০০ থেকে ৩০০০ টাকার বাণিজ্য করছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করে তাদের ক্ষোভের কথা জানান।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সচিব ইমাম মুসলিম জন্ম নিবন্ধন সনদ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন এবং কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।

এ বিষয়ে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর খান মাতবর বলেন, জন্ম নিবন্ধন সনদ, সংশোধন করতে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি তার জানা ছিল না বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ