• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:৫৪:৫৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:৫৪:৫৭ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

পৌরসভা

সৈয়দপুর শহর যানজট মুক্ত করতে সুধীজনদের নিয়ে আলোচনা সভা

১৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯:১১

সৈয়দপুর শহর যানজট মুক্ত করতে সুধীজনদের নিয়ে আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরে যানজট একটি নিত্যদিনের সমস্যা। বর্তমানে ওই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। কোনোভাবেই যানজট নিরসন করতে পারছে না ট্রাফিক বিভাগ।

কী করলে যানজট মুক্ত করা যাবে শহরকে- এ নিয়ে শহরের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর শুক্রবার রাতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, এএসপি সার্কেল কল্লোল কুমার দত্ত, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ইমতেয়াজ আলী, আব্দুর রাজ্জাক, ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেন, সেকেন্দার আলী, রাজ কুমার পোদ্দার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, সালা উদ্দিন, পৌর কর্মচারী নেতা সুজন শাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যেকোনোভাবে হোক শহরকে যানজট মুক্ত করতে হবে। আর এজন্য ফুটপাত ও রাস্তায় দোকান বসানো উচ্ছেদ করতে হবে। পৌরসভার অনুমতি বিহীন কোনো রিকশা, ভ্যান, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চলাচল করতে পারবে না। এমন সিদ্ধান্ত নিতে হবে পৌর মেয়রকে। দিনের বেলায় একটি নির্দিষ্ট সময় থাকবে, সে সময় কোনো ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। সংকুচিত রাস্তাগুলো প্রশস্ত করতে হবে।

তারা আরও বলেন, রাস্তায় বা কোনো দোকানের সামনে মোটরসাইকেল বা অটোরিকশা রাখা যাবে না। শহরের গোল চত্বর পাঁচ মাথা মোড় ও বঙ্গবন্ধু চত্বর প্রশস্ত করতে হবে। ফলের দোকান সড়াতে হবে। তাহলেই হয়তো শহরকে যানজট মুক্ত রাখা যাবে। আর এ জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬