• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৬ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৩৮:২৭

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা, আর্থিক অনুদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি অসুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

১৫ নভেম্বর বুধবার সকালে মাটিরাঙ্গা নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক  লে. কর্নেল মো. কামরুল হাসান। এ সময় উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা সেনা জোনের ব্যবস্থাপনায় ছয় শতাধিক পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। একই সময় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। সেইসাথে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুর্গম পাহাড়ী পল্লী থেকে আসা দরিদ্র মানুষেরা।

১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের আবাসিক মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ডা. সাইফুজ্জামান সায়ক’র তত্ত্বাবধানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসা চিকিৎসাবঞ্চিত ৬০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় যেমন সেনাবাহিনী তৎপর, ঠিক তেমনি আর্তমানবতার সেবায়ও সেনাবাহিনী সমানভাবে কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০