• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৮:৩২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৮:৩২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেট-মৌলভীবাজার জেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা

১৪ নভেম্বর ২০২৩ রাত ০৮:২৩:২৭

সিলেট-মৌলভীবাজার জেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা

সিলেট প্রতিনিধি: সিলেট ও মৌলভীবাজার জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর মঙ্গলবার সারাদেশে ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এসময় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ হাজার ৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়। এর ফলে দেশে নতুন করে সিলেট ও মৌলভীবাজারসহ আরও ৯টি জেলার ৬০টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশে মোট গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা ৩২ এবং উপজেলা ৩৯৪টি।

গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা ১১টি জেলা হচ্ছে- সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও পটুয়াখালী।

সিলেট জেলার উপজেলাগুলো হল- বালাগঞ্জ, বিশ্বনাথ, সিলেট সদর, ওসমানী নগর ও মৌলভীবাজারের কমলগঞ্জ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ