• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৫:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৫:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উদ্বোধনের পরপরই বাঁকখালী সেতুর ১২টি বাতি চুরি

১২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০১:৪৮

উদ্বোধনের পরপরই বাঁকখালী সেতুর ১২টি বাতি চুরি

ঈদগাঁও (কক্সবাজার) প্রিতিনিধি: কক্সবাজারের বহুল কাঙ্খিত দৃষ্টিনন্দন বাঁকখালী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই সন্ধ্যার দিকে ঐ সেতু থেকে ১২ টি বাতি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উদ্বোধনের দিন আলোকসজ্জায় সেতুকে রাঙিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই সুযোগে ১২ টি বাতি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বাঁকখালী সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর ওয়ালে লাগানো বাতিগুলো নেই। সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী জাহেদুল ইসলাম বলেন, গতকাল উদ্বোধনের পর সেতুটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই সুযোগে সেতুর ২ পাশের ১২ টি বাতি চুরি হয়ে যায়। বাকি বাতিগুলো চুরি হওয়ার আশঙ্কায় খুলে রেখেছে কর্তৃপক্ষ। যানবাহন ও পথচারী চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। আমি একটি মিটিংয়ে রয়েছি। মিটিং শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১ নভেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৯৬ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এই সেতুটির পাশাপাশি আরও ১৬টি প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বাঁকখালী সেতুতে চলে আতশবাজি উৎসব। কক্সবাজার শহর থেকে নদীর উত্তর পাড়ে খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের জন্য বাঁকখালী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩