• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৮:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:০৮:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শীতলক্ষ্যার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১১ নভেম্বর ২০২৩ রাত ০৮:২৩:২৭

শীতলক্ষ্যার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। ১১ নভেম্বর শনিবার বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়।

অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে কয়েকটি পাকা ও আধা পাকা স্থাপনা, টিনশেড, ঘরসহ মোট ২২টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, শনিবার শিমরাইল কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ