• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৭:১০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলে যাওয়া কক্সবাজার দেখতে শনিবার আসছেন প্রধানমন্ত্রী

১০ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৩৪:২৩

বদলে যাওয়া কক্সবাজার দেখতে শনিবার আসছেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: উন্নয়নের জোয়ারে ভাসচ্ছে কক্সবাজার। প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে এ জেলায়। ছোটো বড় ৯৮টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজারে। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২৩ প্রকল্প। এসব প্রকল্প উদ্বোধন করতে ১১ নভেম্বর শনিবার কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ৫১ হাজার ৮৫৪.৮৮ কোটি টাকা ব্যয়ে মহেশখালীর মাতারবাড়ীতে ১২শ’ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প। এছাড়াও মাতারবাড়ীতে ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে গভীর সমুদ্র বন্দর নির্মিত হয়েছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল, এসপিএম প্রকল্প নতুন দিনের হাতছানি দিচ্ছে। সেই সাথে জেলাবাসীর স্বপ্নের রেল আসছে কক্সবাজারে। ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে দোহাজারী-কক্সবাজার পর্যন্ত ১০২ কিমি রেল লাইন এখন প্রস্তুত। প্রস্তুত দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। কক্সবাজার বিমানবন্দর আন্তজার্তিক মানে উন্নীতকরণের কাজ প্রায় শেষের দিকে। ১৫শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, ২৭৫ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ। এছাড়াও ২ হাজার ১৫ কোটি ব্যয়ে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজও শেষের দিকে।

অন্যদিকে টেকনাফের সাবরাংয়ে ১১শ’ ৬৪ একর জমিতে পর্যটন অর্থনৈতিক অঞ্চল, নাফ ট্যুরিজম পার্ক, ৮০ কি. মি. দীর্ঘ মেরিন ড্রাইভ, সোনাদিয়ার ইকো পার্ক তৈরি করছে নতুন এক পর্যটন সম্ভাবনা, এমনটাই বলছেন কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী। ২৮৮ কোটি টাকা ব্যয়ে শহরের লিংকরোড-লাবনী পয়েন্ট পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীতকরণ, ২৫৮ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে পর্যটন শহরের প্রধান সড়ক প্রসস্থকরণের কাজ শেষ হয়েছে। যার সুফল ভোগ করছে পর্যটক ও স্থানীয়রা।

অন্যদিকে খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু ৪ হাজার ৪শ’ ৯ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প, ১ হাজার ৪শ’ ৬৭ কোটি ব্যয়ে ১৩৯টি ভবন নির্মাণ চলছে দ্রুত গতিতে। কক্সবাজার মেডিকেল কলেজ, রামুর বিকেএসপি, রামুর পেচারদ্বীপে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, সাগরতীরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুরুশকুলের বায়ু বিদ্যুৎ প্রকল্প কক্সবাজারকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সম্প্রতি কক্সবাজারের মানুষের অন্যতম প্রাণের দাবি কক্সবাজারের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবেই প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বদলে গেছে কক্সবাজার । সেই বদলে যাওয়া কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন আগামীকাল ১১ নভেম্বর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮