• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৪:৩৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৪:৩৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু

৮ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৮:৪৪

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মনিন্দ্র কপালি (৬২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

৮ নভেম্বর বুধবার সকাল আটটার সময় উপজেলার কাকড়াবনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিংবাড়ি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

নিহত মনিন্দ্র কপালি কাকড়াবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। আহতরা হলেন, কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (৫৮) ও ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে তারা কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিংবাড়ি বাজারে শতবর্ষী বটগাছের সামনে দাঁড়িয়ে কথা বলছিলো। এ সময় বরগুনা অভিমুখী একটি ট্রাক (যশোর ট-১১-৪৫০৮) নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের উপর আছড়ে পড়ে। এতে সেলিম মিয়া, মনিন্দ্র কপালি ও নুরুজ্জামান গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় মনিন্দ্র কপালি মারা যান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০