• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৯:০৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১৯:০৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

অবরোধে নোবিপ্রবির বাসে হামলা

৮ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৪৭:৩৫

অবরোধে নোবিপ্রবির বাসে হামলা

নোবিপ্রবি প্রতিনিধি: অবরোধ কালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাস হামলার শিকার হয়েছে। 

৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় সোনাপুর বাস ডিপু থেকে শহরের সুধারাম থানার সামনে যাওয়ার পথে দত্তের হাটে হামলার শিকার হয় কৃষ্ণচূড়া নামে বাসটি।

অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের ড্রাইভারের পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়৷

কৃষ্ণচূড়া বাসের চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বাস ডিপু থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাইজদী যাওয়ার পথে বুধবার সকাল আটটার দিকে দত্তের হাট পেট্রোল পাম্প এলাকায় ৮/১০ জল লোক বাসের সামনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের পাশের জানালা, লুকিং গ্লাস ও পেছনের বডি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন বলেন, আমি এই বিষয়ে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি জোরদার করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, আমি এই বিষয়ে শুনেছি। তবে এখনও ড্রাইভার বা কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি৷ ঘটনার বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, অবরোধ চলাকালীন নোবিপ্রবিতে সীমিত পরিসরে বাস দৈনিক মাত্র একবার আসা যাওয়া করে ক্যাম্পাসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯