• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৪৫:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৪৫:৫৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবদল নেতাকে কুপিছে দুর্বৃত্তরা

৫ নভেম্বর ২০২৩ সকাল ১১:৪৮:৫৫

লালপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যুবদল নেতাকে কুপিছে দুর্বৃত্তরা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে তুলে নেয়ার দেড় ঘণ্টা পর হাত-পা বাঁধা ও রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) চিকিৎসাধীন রয়েছেন।

৩ নভেম্বর শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার গোপালপুর মহিলা আদর্শ কলেজের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। মাসুদ রানা উপজেলার নাগশোষা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মাসুদ রানার স্ত্রী আসমা জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে সাদা মাইক্রোবাসে মাসুদ রানাকে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ১১টার দিকে তার মোবাইল ফোনে গোপালপুর মহিলা কলেজের পাশ থেকে মরদেহ সংগ্রহের করার জন্য জানানো হয়। পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যায়।

লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিক আলী বলেন, শুক্রবার রাতে যুবদল নেতা মাসুদ রানাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে সন্ত্রাসীরা ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত বলেন, নাটোর ডিবি পুলিশের কেউ শুক্রবার রাতে লালপুর উপজেলায় যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১