• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১১:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১১:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় বেড়েছে পেঁয়াজ-আলুর দাম

১ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৪১:৪০

নওগাঁয় বেড়েছে পেঁয়াজ-আলুর দাম

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। বাড়তি দামে এসব কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। তবে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম।

ব্যবসায়িদের দাবি, সর্বশেষ বৃষ্টিতে আলু ও পেঁয়াজ রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে সরবরাহ কমে যাওয়ায় আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।

নওগাঁ পৌর পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ২০-২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি দেশি পেয়াজ ১২০-১২৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১০০ টাকা। ৫-৭ টাকা বেড়ে দেশি আলু বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকা এবং হলেন্ডার আলু ৫৫-৫৬ টাকা। প্রকারভেদে প্রতিকেজি সবজিতে ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে পেঁপে ২৫ টাকা, শসা ৩০ টাকা, বরবটি ৩৫ টাকা, মূলা ৩৫ টাকা দরে।

গত সেপ্টেম্বর মাসের শুরুতে অতিবৃষ্টি হয়। এ কারণে আগাম জাতের আলু ও পেঁয়াজ রোপণে কিছুটা বিলম্ব হওয়ায় বাজারে আসতে দেরি হচ্ছে। এছাড়া মৌসুমে শেষ সময় আলু ও পেঁয়াজ রোপণ করা হচ্ছে। এ কারণে বেড়েছে এ দুই পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ক্রেতা রেজাউল করিম বলেন, প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বাড়তি দামে আলু ও পেঁয়াজ কিনতে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।

সবজি ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে ১০-১৫ টাকা কমে সব ধরনের সবজি ৩০-৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আগামীতে আরও দাম কমলে ক্রেতারা কিনে স্বস্থিত পাবে।

আলু ব্যবসায়ী আবু হাসেম বলেন, বৃষ্টির কারণে নতুন পাতা পেঁয়াজ ও আলু বাজারে আসতে দেরি হচ্ছে। তাই দেশি আলু ৬৮-৭০ টাকা ও হলেন্ডার আলু ৫৫-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দাম বেড়ে দেশি পেঁয়াজ কেজিতে ১২০-১২৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নওগাঁ কৃষি বিপণন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গত বছর আলু ও পেঁয়াজের উৎপাদন কম হয়। এ কারণে মৌসুমের শেষ সময়ে এসে দাম বেড়েছে। তবে চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩