• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৮:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৮:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

বাংলাবান্ধা দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু রফতানি হলো নেপালে

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাট ও জুসসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি আলুও রফতানি হচ্ছে। নতুন করে এ বন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি করা হয়েছে।১৮ এপ্রিল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।জানা যায়, ১৭ এপ্রিল বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের ফুলবাড়ি হয়ে কয়েকটি ট্রাকে মোট ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু রফতানি হয়। এ নিয়ে মোট ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু নেপালে রফতানি হলো।প্রসঙ্গত, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভালো মানের আলু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর নেপালে রফতানি করা হচ্ছে। থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ এসব আলু নেপালে রফতানি করছে।বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নিয়মিত বিভিন্ন পণ্য আমদানি-রফতানি হয়। নতুন পণ্য হিসেবে আলু রফতানি হচ্ছে। এতে ব্যবসায়ী ও কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে।