• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৬:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৬:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযান: জাল-ইলিশ জব্দ

২৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৪:২০

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযান: জাল-ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি: নিষিদ্ধ সময়ে ঝালকাঠিতে মা ইলিশ ধরায় সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এসময় ৫ জেলেকে আটক করা হয়। ২৮ অক্টোবর শনিবার সকাল থেকে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকার করায় ৫ মৌসুমি জেলেকে আটোক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নলছিটি ও রাজাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্তরা হলেন শহিদ খন্দকার, সোহরাব আকন, সুমন হাওলাদার, আমানুল্লাহ ওরফে সারোয়ার ও সজীব। পরে জব্দকৃত জালগুলো সুগন্ধা নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ জেলেকে আটোক করা হয়। পরে তাদের ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। জব্দ ইলিশমাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ সম্পদ সংরক্ষানে জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ