• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৯:২৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৯:২৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মামলা প্রত্যাহারের দাবিতে নলডাঙ্গা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

২৭ অক্টোবর ২০২৩ দুপুর ১২:২৮:৫১

মামলা প্রত্যাহারের দাবিতে নলডাঙ্গা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: মিথ্যা মামলা প্রত্যাহার, সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার সংবাদ সম্মেলন করেছেন।

২৭ অক্টোবর শুক্রবার বেলা ১১টার দিকে নলডাঙ্গা বাজারে ভাইস চেয়ারম্যান তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, ‘আমার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আমার জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে। মামলা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল। গত ১৬ অক্টোবর বিকাল ৪টার সময় যে ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করেছে সেই সময় আমি ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এমপিকাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘সেই খেলা দেখতে হাজারো মানুষসহ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেই খেলা চলাকালে ফেসবুকে লাইভ চালু ছিল সেই প্রমাণ আছে।’

ভাইস চেয়ারম্যান বলেন, ‘এই মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও যড়যন্ত্রমূলকভাবে দায়ের করা হয়েছে। এ মামলার সঠিকভাবে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে। আর সরকারি চারটি খাস পুকুরের মধ্যে একটি আমার ভাইয়ের নামে সরকারি ডাকের মাধ্যমে তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করছে। বাকি তিনটি পুকুর আমার ফুফাতো ভাই আখরুজ্জামান রেন্টু সরকারি ডাকের মাধ্যমে ইজারা নিয়ে মাছ চাষ করছে।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর উপজেলার শেখপাড়া গ্রামের যুবক বিমল কুমার দাস বাদী হয়ে নাটোর অমলী আদালতে ভাইস চেয়ারম্যান আলীমসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে নাটোর পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নলডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামে অবস্থিত সরকারি খাস চারটি পুকুর আছে। এ চারটি খাস পুকুর বিত্তহীন সমিতির নামে ৫০ বছরের জন্য ইজারা পায় বলে দাবি করে বিমল কুমার দাস। ১৬ অক্টোবর বিকাল ৪টার দিকে নলডাঙ্গা বাজারে যাওয়ার পথে মামলার বাদী বিমল কুমার দাসের পথরোধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে ও বাটাম দিয়ে পিটিয়ে আহত করে ১০ হাজার টাকা কেড়ে নেয়ার কথা উল্লেখ করে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে মামলা করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫