• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৫৪:০২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:৫৪:০২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাজিরহাট নৌ পুলিশের পৃথক অভিযানে ৫ জেলে আটক

২৬ অক্টোবর ২০২৩ সকাল ০৯:১৬:০০

কাজিরহাট নৌ পুলিশের পৃথক অভিযানে ৫ জেলে আটক

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা বেড়া উপজেলার কাজিরহাট নৌ ফাঁড়ি পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫ জন জেলেকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুইটি মাছ ধরার নৌকা এবং ২ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

২৫ অক্টোবর বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে কাজিরহাট এলাকার যমুনা নদী থেকে এদেরকে আটক করা হয়।

সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন কাজিরহাট নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই মাহিদুল ইসলাম।

উল্লেখ্য গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সারাদেশে মা ইলিশ শিকার, বিক্রি, মজুদ, পরিবহন এবং বাজারজাতকরণের উপর সরকারিভাবে মৎস্য অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তারই ধারাবাহিকতায় সারাদেশে চলছে মা ইলিশ  রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান।

কাজিরহাট নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে কাজিরহাট নৌ ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫