• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৩০:২৭ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৩০:২৭ (21-May-2024)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৯ জেলের অর্থদণ্ড, নৌকা ও কারেন্ট জাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ১ লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জালের বাজার মূল্য ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।১৯ মার্চ মঙ্গলবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার ভোররাত ১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রাশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, বরিশালের মেহেদীগঞ্জের রাজীব (২০), দেলু বাঘা (২২), ইউসুফ (২০), সিয়াম (১৩), মিয়াম (১২), তারেক (১৪), লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী (৬৫), শাহজাহান সর্দার (৩৫) ও আবদুর রশিদ (১৬)।জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হচ্ছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে বুধবার ভোররাতে ৯ জেলেকে অর্থদণ্ড দেয়া হয়। জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।