• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১২:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১২:০৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমতলীতে ডাকাত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:২৯:৫৭

আমতলীতে ডাকাত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ডাকাত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে আমতলি থানা আইনজীবি সমিতি। ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট সলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়।

মানববন্ধনে ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট  মো. মহসিন মিয়া, জেলা আাইনজবি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈন পাহলান, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, অ্যাডভোকেট শাহ আলম মিয়া, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট বাকের, অ্যাডভোকেট মাহবুবুল আলম ও অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফের কন্যা আজরিন হাসান আরোশী।

উল্লেখ্য, বরগুনার আমতলীর চালিতাবুনিয়া শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে ১৮ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা ২ লাখ  ১১ হাজার  টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। তাদের হামলায় গৃহকর্তা এবং তার স্ত্রী-কন্যাসহ পরিবারের ৭ জন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় গৃহকর্তা  ইউসুফ জামান বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট শহিদ ফকির নামের এক ডাকাতকে গ্রেফতার করে।

মানববন্ধনে আইনজীবি নেতৃবৃন্দ  অভিযোগ করে বলেন, ডাকাতির ঘটনা ১ মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও বাকি ডাকাতদের গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে  ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।  মানবন্ধনে আইনজীদের সাথে একাত্মতা পোষণ করেন বিভিন্ন পেশার শাতাধিকক মানুষ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ডাকাতির সাথে সংশ্লিষ্ট ১ ডাকাতকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকী ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০