• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩১:২৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩১:২৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনার ৪ কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪১:৩০

পাবনার ৪ কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাবনা প্রতিনিধি: পাবনার চার উপজেলা কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ অক্টোবর সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়্যালি চতুর্থ ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী পাবনার সাঁথিয়া, বেড়া, সুজানগর, ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেসহ দেশের সাতটি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন। এর ফলে এই সেন্টারের মাধ্যমে তৃণমূলের এক-তৃতীয়াংশ মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োাজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনাব জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, রাজশাহী বিভাগীয় পরিচালক স্বাস্থ্য আনোয়ারুল কবির, পাবনা সিভিল সার্জন ডা. দেওয়ান শহিদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩